ঢাকার আশুলিয়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পথচারী মৌসুমি আক্তার (২২) ও অজ্ঞাত রিকশাচালক (৩৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হচ্ছেন- পথচারী ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক মহাসড়কের আশুলিয়া থেকে বাইপাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ইটখোলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ও পথচারীদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এক রিকশাচালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আরো চার জনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে পাঠানো হলে সেখানে মৌসুমি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়।
তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এসকে আবু জাফুর জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই নারীসহ চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মৌসুমি নামে এক নারীকে মৃত অবস্থায় পান তিনি। বাকি তিনজনের শরীরের বিভিন্ন স্থানে অঙ্গহানির কারণে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।