Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে আমূল পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


বর্তমানে চার ম্যাচ সিরিজের শেষটিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। টেস্টে সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে  ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়া। ঘোষিত দলে আনা হয়েছে আমূল পরিবর্তন। যেখানে সবশেষ সিরিজ থেকে রয়েছেন মাত্র ৬ জন ক্রিকেটার।

অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওয়ানডে ফরম্যাটে সাফল্য পাওয়ার আশায় ১০ বছর পর ওয়ানডে স্কোয়ার্ডে ফেরানো হয়েছে পিটার সিডল। এছাড়া দলে আছেন টেস্টের নিয়মিত দুই সদস্য টপঅর্ডার ব্যাটসম্যান উসমান খাজা ও স্পিনার নাথান লায়ন। 

৭ তারিখে শেষ হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এরপর চারদিন বিরতির পর ১২ জানুয়ারি শুরু হবে প্রথম ওয়ানডে। সিরেজের শেষ দুই ওয়ানডে  ১৫ ও ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, জেসন বেহেনডর্ফ, পিটার সিডল, নাথান লিয়ন এবং অ্যাডাম জাম্পা।

Bootstrap Image Preview