নতুন বছরের শুরুতেই চমক। পাঁচটি ক্যামেরা নিয়ে লঞ্জ করতে চলেছে নোকিয়া ৯ পিওর ভিউ। স্মার্টফোনটির পিছনের ক্যামেরার সংখ্যা ৫টি। ফ্রন্ট ক্যামেরার সংখ্যা ২টি। সেলফি ক্যামেরাতেও থাকছে বৈচিত্র।
শুধু ক্যামেরা নয়, স্মার্টফোনটির বাকি ফিচারেও রয়েছে অকর্ষণ। সম্প্রতি এই স্মার্টফোনটির একটি ভিডিও প্রকাশ্যে আসে। তখনই ব্যাক ক্যামেরা পাঁচটি দেখা যায়। তবে স্মার্টফোনটি কবে লঞ্চ করবে, তা এখনও জানা যায়নি।
একটি স্মার্টফোনেই এতগুলি ক্যামেরার কথা জেনে আগ্রহ বাড়ছে অনেকের মধ্যে। বাজারে বাকি স্মার্টফোনগুলিকে টেক্কা দিতেই নোকিয়া এই আধুনিক ফিচারযুক্ত ফোনটি এনেছে বলে মনে করা হচ্ছে। তবে ফোনটি কেমন জনপ্রিয়তা পায়, সেটা সময়ই বলবে।