Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় এবার সেনা মোতায়েন করল তুরস্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়া থেকে এখনই মার্কিন সেনা প্রত্যাহার কোরে নিলে দেশটিতে ইরানের আগ্রাসন বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি থেকে কবে নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, তার নির্দিষ্ট সময়সীমা প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। যুক্তরাষ্ট্র দেশটিতে কুর্দিদের নিরাপত্তা দেবে বলেও জানিয়ে দেন ট্রাম্প। এরমধ্যেই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন করেছে তুরস্ক।

গেল সোমবার, সিরিয়া থেকে আগামী চার মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, দুই দিন পরই তা অস্বীকার করে তিনি বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে কোনো সময় বেঁধে দেয়া হয়নি। তবে, দেশটিতে আজীবন মার্কিন সেনা রাখা হবে না বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি কখনোই বলিনি ৪ মাসের ভেতর আমাদের সেনাদের সেখান থেকে সরিয়ে নেবো। তবে, এটা বলবো সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ধীরে ধীরে আমরা সেখান থেকে তাদের সরিয়ে নেবো। কেননা তাদের সেখানে দীর্ঘ সময়ের জন্য পাঠানো হয়নি।’

বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি আরও বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার কোরে নেয়া হলে দেশটিতে ইরানের আগ্রাসন অনেক বেড়ে যাবে, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলবে। একইসঙ্গে দেশটিকে মৃত্যু উপত্যকা আখ্যা দিয়ে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীকে নিরাপত্তা দেয়া হবে বলেও জানান ট্রাম্প।

‘ইরান সিরিয়া থেকে দেশটির নাগরিকদের বের করে দিচ্ছে। মার্কিন সেনারা সেখান থেকে চলে আসলে তারা দেশটিতে যা খুশি তাই করবে। আমরা সেখানে থাকা কুর্দিদের নিরাপত্তা দিতে চাই’, বলেন ট্রাম্প।

এরমধ্যেই সিরিয়ার দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন করেছে তুরস্ক। কুর্দিদের মোকাবিলা করতেই সেনাদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

এদিকে, চার শতাধিক কুর্দি সদস্য সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী মানবিজ শহর ছেড়ে গেছে বলে জানিয়েছে সিরিয়া সরকার। তুর্কি বাহিনী তাদের বিরুদ্ধে যেকোনো সময় অভিযান চালাতে পারে এমন আশঙ্কায় তারা শহর ছেড়ে থাকতে পারে বলে এক বিবৃতিতে জানানো হয়।

Bootstrap Image Preview