Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান ডেভিড ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেতে সাত সাগর তের নদী ওপার থেকে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে উড়িয়ে নিয়ে এসেছে সিলেট সিক্সার্স। প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে গতকাল (বুধবার) ঢাকা পৌঁছেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক এ সহ-অধিনায়ক। আজ সিক্সার্স সতীর্থদের সঙ্গে প্রথম দিনের অনুশীলনও সেরেছেন। 

আজ সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ডেভিড ওর্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান শাহেদ মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের পেস বোলিং কোচ পাকিস্তানের ওয়াকার ইউনিস এবং দলের ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদ মাধ্যমকে ওয়ার্নার বলেন, ‘দেশী-বিদেশী এক দল তরুণ ক্রিকেটার দল আছে। দলের অনেকেই এ ফর্মেটে বেশ অভিজ্ঞ, যারা বিশ্বের সর্বত্র ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে অভ্যস্ত। আমার ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, টুর্নামেন্টে নিজের প্রথম আসরকে স্মরণীয় করে রাখতে চাই। তাই শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’

আগামী ৬ জানুয়ারি আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে সিলেট সিক্সার্স। দিনের প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Bootstrap Image Preview