বিপিএল শুরুর দু'দিন আগে আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী কিংস।শুধু তাই নয়। মিরাজের সহকারী অধিনায়ক হিসাবে সৌম্য সরকারের নামও ঘোষণা করেছে টিম রাজশাহী।
দলে এতো সিনিয়র খেলোয়াড় থাকতে অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বাসিত মিরাজ। এমন নেতৃত্ব পাওয়ার পর মিরাজ বলেন,চেষ্টা করবো দলের সম্মান রাখতে। যে দায়িত্ব পালন করা দরকার সেটা পালনের যথাযথ চেষ্টা থাকবে। আরেকটা কথা বলতে চাই, এটা রাজশাহী কিংসের তৃতীয় বিপিএল। আমি প্রথম থেকেই আছি। তারা যেভাবে ট্রিটমেন্ট করেছে তাতেই আমরা হ্যাপী। আর সে জন্যই আমাদের চেষ্টা থাকবে এবারই শিরোপা এনে দেয়া। ’
তিনি আরো বলেন,আমি সাকিব-মাশরাফিদের ক্যাপ্টেন্সিতে খেলেছি। সে হিসাবে তাদের বিষয়গুলো আমার মাথায় থাকবে। আমার মনে হয় তাদের মতো করে আমি কিছু একটা দেখাতে পারবো।
বিপিএলে রাজশাহী কিংসের হয়ে টানা তিনবার মিরাজ খেলেছেন কিন্তু এখনো চ্যাম্পিয়ন হতে পারেননি। তাই এই আসরে আপাতত তাঁর লক্ষ্য, সেরা চার নিশ্চিত করা, ‘অবশ্যই সবার স্বপ্ন থাকে ফাইনাল খেলার। আমাদের আপাতত লক্ষ্য পরের পর্বে যাওয়া (শেষ চারে ওঠা)। যদি যেতে পারি আশা করি ফাইনাল খেলতে পারব।’
রাজশাহী কিংস
দেশি ক্রিকেটার: মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি।
বিদেশি ক্রিকেটার: রায়ান টেন ডেসকাটে,কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস