গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের বেডরুমে রাফাল চুক্তি-সংক্রান্ত সব নথি লুকানো রয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। রাফাল নিয়ে কেন্দ্র এবার জোড়া আক্রমনের মুখে। একদিকে রাফাল চুক্তিতে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ রিভিউ পিটিশন দাখিল হয়েছে। অন্যদিকে, রাফাল নিয়ে কংগ্রেস ফাঁস করল চাঞ্চল্যকর একটি অডিও টেপ।
ওই অডিও টেপ-এ শোনা যাচ্ছে, গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্ রানে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বলছেন, "সব রাফাল- ফাইল মনোহর পরিক্করের কাছে রয়েছে।" গোয়ার মুখ্যমন্ত্রী নাকি কয়েক দিন আগে মন্ত্রিসভার বৈঠকে দাবি করেছেন, রাফাল নিয়ে সব নথি আমার ফ্ল্যাটের বেডরুমে রয়েছে। বুধবার লোকসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, তাদের কাছে এ সংক্রান্ত অডিও-টেপও আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, কেন তার সরকার রাফাল চুক্তির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করছে না? কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং এদিন একটি অডিও-টেপ ফাঁস করেন।
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ফোনে কাউকে বলছেন, ‘গোয়া মুখ্যমন্ত্রীকে তার আসন থেকে কেউ সরাতে পারবে না, কারণ রাফাল চুক্তির সব তথ্য তার ফ্ল্যাটেই আছে।’