Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিদের গলা ধাক্কা দিয়ে বের করব: বিজেপি সভাপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবারও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের সভায় বাংলাদেশিদের প্রতি তীব্র মন্তব্য করেছেন এই বিজেপি নেতা।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন। ওপার বাংলা থেকে যে মৌলবাদী মুসলমানরা এসে এখানে উৎপাত করছে তাদের আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দেব।

তিনি আরও বলেন, পঞ্চায়েত ভোট তারা করেছেন পার্লামেন্ট ভোট আমরা করব। তখন আপনারা গ্রাউন্ডে খেলছিলেন আমরা গ্যালারিতে বসে ছিলাম। এবার উল্টো হবে।

লোকসভা ভোটে দিদির পুলিশ থাকবে না, থাকবে দাদার পুলিশ। তৃণমূলের গুন্ডারা বুথের কাছে এলে রুল বেতের বাড়ি খাবেন। সম্প্রতি কৃৃষকদের জন্য বড় ধরণের ঘোষণা এসেছে মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকে।

চাষের জন্য পাঁচ হাজার টাকা ও কৃষক মৃত্যুতে দুই লাখ টাকা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর এই ঘোষণাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

Bootstrap Image Preview