Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক কোন ধর্ষণ নয়: ভারত সুপ্রিমকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


কোন কারণে পুরুষ বিবাহে অক্ষম হলে এবং একজন মহিলা ও পুরুষের মধ্যে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।   

বুধবার (২ জানুয়ারি) এ রায় প্রদান করে ভারতের সুপ্রিমকোর্ট।  

ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের শুনানি শেষে বিচারপতি একে সিকরি ও এস আবদুল নাজিরের বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্ষণ ও সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের মধ্যে পার্থক্য রয়েছে। 

অভিযোগের বিবরণ অনুযায়ী, ওই মহিলা বিবাহবিচ্ছেদের পর চিকিৎসকের প্রেমে পড়েছিলেন। তারা একসঙ্গে থাকতেও শুরু করেন।

বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে থাকছিলেন তারা। কিন্তু ওই মহিলা যখন জানতে পারেন, তিনি অন্য কাউকে বিয়ে করেছেন, তখনই অভিযোগ করেন।

সুপ্রিমকোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতি থাকতে পারে, যে বিবাহ করতে অপরাগ অভিযুক্ত। কিন্তু সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার (ধর্ষণ) অভিযোগগুলো কোনোভাবেই প্রযোজ্য হচ্ছে না।

এর আগে ওই মামলা নিয়ে মুম্বাই হাইকোর্টে যান ওই মহিলা। কিন্তু সেখানে মামলায় হারার পর সুপ্রিমকোর্টের শরণাপন্ন হন তিনি। 

Bootstrap Image Preview