Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাধ্য হয়ে চুরি করেছেন শাহরুখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


সিনেমা টিনেমা নয়, বাস্তব জীবনেও চুরি করেছিলেন শাহরুখ খান। সেটাও তেমন বিরাট কিছু না, গাড়ির টায়ার। তবে পরিস্থিতি তখন যা ছিল, একটা গাড়ির টায়ারও তখন শাহরুখের কাছে মহামূল্য বস্তু। আর এই চুরির ঘটনা নিজেই ফাঁস করেছেন 'কিং খান'।

একটি রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি, একবার টায়ার চুরি করেছিলাম। গাড়ি চালাতে চালাতে হঠাৎ চাকা পাংচার হয়। ঘটনাস্থলের নামটা আর বলছি না, কারণ এখনো ধরা পড়তে পারি। পাংচার হওয়া টায়ার বদলানোর পর দেখি আরেকটাও গেছে। আমার তো মাথায় হাত, আর কোনো বাড়তি টায়ারও নেই। তখনই চোখ যায় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির দিকে। একটা বাড়তি টায়ার পরিষ্কার দেখা যাচ্ছে। মওকা বুঝে নিজের খারাপ টায়ারের সঙ্গে ওটা বদলাবদলি করি।

টায়ার চুরির পর রসিক শাহরুখ ওই গাড়ির মালিককে ধন্যবাদ জানাতেও ভুলেননি, কাজটা মোটেও ঠিক করিনি। জীবনে একবারই মাত্র এমনটা করেছি। তবে টায়ার চুরি করে স্থান ত্যাগের আগে ওই গাড়ির মালিককে ধন্যবাদ দিয়ে একটা নোট রেখে এসেছিলাম।

Bootstrap Image Preview