Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোট কারচুপি'র নানা অভিযোগে মামলা করবে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


সদ্য সমাপ্ত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।  

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা থেকে বের হয়ে সাংবাদিকদের একথা জানান, নেত্রকোনা-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল।

এ সময় সাংবাদিকরা ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ফ্রন্টের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে নৌকা প্রতীকে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন।

অন্যদিকে, ৭টি (বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি) আসন পেয়েছে ঐক্যফ্রন্ট এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview