পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই নকিয়া এস৪০ অপারেটিং সিস্টেমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া অ্যাপলের আইওএস ও ব্যাকব্লেরির পুরনো অপারেটিং সিস্টেমে সেবাটি বন্ধ হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এমন তথ্য জানায়।
১৯৯৯ সালে প্রথম এস৪০ ওএসচালিত ফোন বাজারে আনা হয়। পরে ২০০৫ সালে ওএসটির আপডেট সংস্করণ আনে নকিয়া। এস৪০ চালিত সর্বশেষ ডিভাইস নকিয়া ৫১৫, যা ২০১৩ সালে বাজারে আসে।
নকিয়া এস৪০ অপারেটিং সিস্টেমটি ফিচার ফোনে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। কিন্তু মাইক্রোসফট নকিয়াকে কিনে নেয়ার পর ওএসটি খুব বেশি আপডেট করেনি। এই ওএসচালিত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নকিয়া আশা ২০১, ২০৫, ২১০, ২৩০, নকিয়া ২০৬, নকিয়া ২০০৮, নকিয়া ৫১৫ ইত্যাদি।
বিবৃতিতে জানানো হয়, আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং আইওএস ৬ সংস্করণেও হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ হবে।
যদিও ২০১৭ সালের ৩০ জুন থেকে নকিয়ার সিমবিয়ান এস৬০ ওএসচালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করা হয়েছিল। চলতি বছরের জুনে উভয় প্লাটফর্মে (মোবাইল, ডেস্কটপ) ব্যবহারের সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী ১৩০ কোটি ব্যবহারকারী নিয়মিত অ্যাপটির মাধ্যমে তাদের বার্তা আদান-প্রদান করছেন।