Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পূজার-আগারওয়ালের ব্যাটিংয়ে প্রথম দিনটা ভারতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০২:১৮ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


নতুন বছরের ক্রিকেট ক্যালেন্ডারের প্রথম দিনটা দারুণ গেল ভারতের পক্ষে। টেস্ট ওপেনার হিসেবে দ্বিতীয় পরীক্ষাতেও লেটার মার্কস সহ পাস করলেন মায়াঙ্ক আগরওয়াল (৭৭)। আর আরও একবার ভারতীয় ইনিংসকে টানার দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন চেতেশ্বর পূজারা (১৩০*)। এই দুইয়ের মিলিত ফলে সিডনি টেস্টে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩০৩/৪। পূজারার সঙ্গে ক্রিজে আছেন হনুমান বিহারী (৩৯*)।

ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের মিশনে গড়ার ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি। দিনের শুরুতেই হ্যাজেলউডের অফস্ট্যাম্পের বাইরের নির্বিষ একটা ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁইয়ে লোকেশ রাহুল সাজঘরে ফেরেন৷ ৬ বলে ৯ রান করে লোকেশ স্লিপে দাঁড়ানো শন মার্শকে ক্যাচ প্র্যাকটিস দেন৷ সেই ধাক্কা সামাল দেন পূজারা ও মায়াঙ্ক। প্রথম দিনের লাঞ্চে ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছিল ভারত৷

লাঞ্চ থেকে ফিরে ময়াঙ্ক ৪২ ও পূজারা ১৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে। অভিষেক টেস্টের  মতো এদিন আবারো ব্যাটিংয়ে নজর কাড়েন মায়াঙ্ক। মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়েছিলেন আগরওয়াল৷ আজ সিডনির প্রথম ইনিংসে আগরওয়াল আউট হন ১১২ বলে ৭৭ রান করে আউট হলেন৷ মারেন ৭টি চার ও ২টি ছক্কা৷ কেরিয়ারের প্রথম তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ যথাক্রমে ৭৬, ৪২ ও ৭৭৷ যার মধ্যে দুটি ইনিংসে সেঞ্চুরি মাঠে ফেলে আসেন বলা চলে।

দলীয় ১২৬ রানে আগরওয়াল ফিরে গেলে কোহলি ও পূজারা চা বিরতির বাকিটা পথ পাড়ি দেন। চায়ের বিরতিতে পূজারা ব্যক্তিগত ৬১ ও কোহলি  ৫৬ বল থেকে ২৩ রানে অপরাজিত ছিলেন।

তবে চা বিরতি থেকেই কোহলিকে থামিয়ে দেন হ্যাজেলউড। ৫৯ বল থেকে ২৩ রানে ফেরেন তিনি। কোহিল পর চতুর্থ উইকেটে ব্যাট করতে আসা রাহানে বেশি দূরে এগুতে পারেননি। ১৮ রানে তাকে ফেরান স্টার্ক। এ সময় ভারতের স্কোর ৪ উইকেটে ২২৮। 

পঞ্চম উইকেটে ব্যাট করতেদ নামা বিহারীকে নিয়ে চলতি সিরিজে তৃতীয় এবং ক্যারিয়ারের ১৮তম শতরান তুলে নেন পূজারা।১৯৯ টি বল খেলে তিনি মিচেল স্টার্কের বলে বাউন্ডারি মেরে শতরানে পৌঁছান। সিরিজে এই নিয়ে চতুর্থবার তিনি এক ইনিংসে ২০০ বলের বেশি ব্যাট করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে যা ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড। এর আগে ১৯৭৭-৭৮ সফরে তিনবার এই কাজ করে দেখিয়েছিলেন সুনীল গাভাস্কার। শতানের ফলে এই সিরিজে পুজারার রান আপাতত ৪৪০ রানের গন্ডি ছাপিযে গিয়েছেন। যা কোনও সিরিজে তাঁর সর্বোচ্চ রান। 

পূজার সেঞ্চরির পথে ভালোই সঙ্গ দিয়েছেন বিহারী।তিনি ৫৮ বল থেকে ৩৯ রানের ইনিংস খেলেন। এর আগে মেলবোর্নে ক্যারিয়ারের প্রথম টেস্টের দুই ইনিংসে ৮ ও ১৩ রান এসেছিল তার ব্যাট থেকে। 
 

Bootstrap Image Preview