Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্টের নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দলীয় অবস্থান ও কর্মসূচির সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এতে জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি রয়েছেন ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। 

এরইমধ্যে কার্যালয়ে ঢুকেছেন শতাধিক প্রার্থী। নির্বাচনে দাঁড়ানো ঐক্যফ্রন্টের বাকি প্রার্থীরাও আসছেন গুলশান কার্যালয়ে। আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ জোটের শীর্ষ নেতারাও।

জানা গেছে, এই বৈঠকের পর নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

Bootstrap Image Preview