Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন নিশাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ওয়ানডেতে ৪৯তম ওভারে বোলিংয়ে এসে ৫টি ছক্কাসহ ৩৪ রান দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। জিমি নিশাম তার ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে মোট ৩৪ রান তোলেন।

ম্যাচের ৪৯তম ওভারের প্রথম চারটি বলেই ছক্কা হাঁকান নিশাম। পেরেরার করা পঞ্চম ডেলিবারিটি নোবল হলে সেটি থেকে ২ রান নেন তিনি। শেষ দুটি বলের প্রথমটিতে ছক্কা এবং শেষটিতে সিঙ্গেল নেন নিশাম। ফলে এই ওভারে মোট রান আসে ৩৪ রান।

নিশাম ১৩ বল থেকে ৪৭ রানের ইনিংসে স্ট্যাইকরেট ছিল ৩৬৮.৫১। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ১০ বলের অধিক ব্যাট ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্টাইকরেট তোলার রেকর্ডটি নিজের দখলে নিলেন তিনি। এর আগে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৯ বল থেকে ১৪৯ রানের ইনিংস থেকে এই তালিকায় শীর্ষে ছিলেন ডিভিলিয়ার্স। তার স্টাইকরেট ছিল ৩৩৮.৬৩।

Bootstrap Image Preview