Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণ্ডার দেখতে গিয়ে খাঁচায় শিশু, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্রেভার্ড চিড়িয়াখানায় একটি শিশু গণ্ডারের খাঁচায় পড়ে যায়। এ সময় গণ্ডারের আঘাতে সে আহত হয়েছে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে বর্তমানে শিশুটি কেমন রয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শিশুটির বয়স দুই বছর।

ব্রেভার্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ‘শিশুটির পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে।’

গন্ডারের খাঁচাকে দর্শনার্থীদের থেকে কয়েকটি ইস্পাতের খাম্বা দিয়ে পৃথক করা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সাল থেকে চিড়িয়াখানাটি প্রতিদিনই খোলা থাকে। এর আগে এ ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি পা পিছলে দুটি খাম্বার মাঝখানে পড়ে গেছে। তখন অন্তত একটি গন্ডার বাচ্চাটিকে আঘাত করেছে।

Bootstrap Image Preview