Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সংসদীয় দলের  সভা অনুষ্ঠিত হবে আজ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর প্রথম এ সংসদীয় দলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে। জানা গেছে, এবারও সংসদ নেতা শেখ হাসিনা হচ্ছেন এবং তিনিই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

বেসরকারি তথ্য অনুসারে, ফলাফল ঘোষণা হওয়া ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

Bootstrap Image Preview