সিরিজের ১ম ওয়ানডেতে শ্রীলংকাকে ৩৭২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। এদিন ইনজুরি থেকে ফিরে দলের হয়ে ১৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ওপেনার মারটিন গাপটিল।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় মুনরোর উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অন্য ওপেনার গাপটিল ও অধিনায়ক উইলিয়ামশন সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন। দ্বিতীয় উইকেটে তারা ১৭৩ রানের বড় জুটি গড়েন।
দলীয় ১৮৬ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন ৭৪ বলে ৭৬ রানে বিদায় নিলেও ঠিকই এ বছরের প্রথম সেঞ্চুরি তুলে নেন গাপটিল। ১৩৯ বলে ১১ চার ও পাঁচ ছয়ে করে ১৩৮ রান। এছাড়া চার নম্বরে ব্রাট করতে নেমে রস টেইলর করে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। যেখানে ৬টি চারের সঙ্গে ১ টি ছক্কার মার ছিলো।
শেষ দিকে জিমি নিশাম ১৩ বল থেকে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। যা কিউইদের ইনিংসে সাড়ে তিনশোর কোট পার করায়।নিশামের ইনিংসটিতে কোনো চার না থাকলেও ছক্কা হাঁকিয়েছেন ৬ টি। তার এই ঝড়োময় ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান করে নিউজিল্যান্ড।
লঙ্কানদের হয়ে সব বোলারই খরুচে ছিলেন। মালিঙ্কা, নুয়ান প্রদীপ ও পেরেরা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।