একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ড.শিরিন শারমিন নিজে নিজে শপথ গ্রহন করেছেন। তার নিজের শপথ গ্রহণ শেষে নির্বাচিত অন্যান্যদের শপথ বাক্য পাঠ করান তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তিনি এই শপথ পড়েন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শিরিন শারমিন চৌধুরী পেয়েছিলেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন কি না সে ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট দল ও জোটের নেতারা। ঐক্যফ্রন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শনিবারের পর।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। আজ সকাল ১১টায় তাঁরা শপথ নিতে যাচ্ছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা শপথ নেবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এই দলের সদস্যরা কয়েক দফায় শপথ নেবেন। পরে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নির্বাচিতরা শপথ নেবেন। তবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সংসদ সচিবালয় তা নিশ্চিত করতে পারেনি।
শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেবেন। ফলে বাড়তি নিরাপত্তা থাকছে। গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে। দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।