অস্ট্রিলিয়ার মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বৃহস্পতিবার শেষটিতে শেষটিতে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দিনের দ্বিতীয় সেশনের পর ভারত ৫২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছে৷ অর্থাৎ লাঞ্চের পর থেকে চায়ের বিরতি পর্যন্ত সময়ে ২৮ ওভার ব্যাট করে ভারত ১টি উইকেট খুইয়ে ১০৮ রান যোগ করেছে৷
ইতিহাস গড়ার ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি। দিনের শুরুতেই হ্যাজেলউডের অফস্ট্যাম্পের বাইরের নির্বিষ একটা ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁইয়ে লোকেশ রাহুল সাজঘরে ফেরেন৷ ৬ বলে ৯ রান করে লোকেশ স্লিপে দাঁড়ানো শন মার্শকে ক্যাচ প্র্যাকটিস দেন৷ সেই ধাক্কা সামলে ওঠেন পূজারা ও মায়াঙ্ক। প্রথম দিনের লাঞ্চে ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছিল ভারত৷
লাঞ্চ থেকে ফিরে ময়াঙ্ক ৪২ ও পূজারা ১৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে। অভিষেক টেস্টের মতো এদিন আবারো ব্যাটিংয়ে নজর কাড়লেন মায়াঙ্ক। মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়েছিলেন আগরওয়াল৷ আজ সিডনির প্রথম ইনিংসে আগরওয়াল আউট হন ১১২ বলে ৭৭ রান করে আউট হলেন৷ মারেন ৭টি চার ও ২টি ছক্কা৷ সুতরাং কেরিয়ারের প্রথম তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ যথাক্রমে ৭৬, ৪২ ও ৭৭৷
আগরওয়াল নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেও লড়াই করে যাচ্ছেন চেতেশ্বর পূজারা৷ সিরিজের প্রথম তিন ম্যাচে দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করা চেতেশ্বর সিডনিতেও ইতিমধ্যেই হাফসেঞ্চুরির গণ্ডি টপকে গিয়েছেন৷ ধীরে ধীরে শতরানের পথে পা বাড়াচ্ছেন তিনি৷ চায়ের বিরতিতে পূজারা ব্যাট করছেন ব্যক্তিগত ৬১ রানে৷ ১৩৮ বলের ইনিংসে এপর্যন্ত তিনি মেরেছেন ৭টি বাউন্ডারি৷
পূজারাকে যথাযথ সঙ্গত করছেন দলনায়ক বিরাট কোহলি৷ গ্লেন ম্যাকগ্রার ক্যানসার ফাউন্ডেশনকে সমর্থনে পিঙ্ক স্টিকারের ব্যাট নিয়ে মাঠে নামা কোহলি টি ব্রেকে ২৩ রানে অপরাজিত রয়েছেন৷ ৫৬ বলের ইনিংসে বিরাট ৪টি বাউন্ডারি মারেন৷
ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ৷