Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৃহস্পতিবার থেকে মিলবে বিপিএল টিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠছে আগামী ৫ জানুয়ারি। বিপিএলের এবারের আসরের টিকেট বিক্রি শুরু হচ্ছে ৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে। গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের আসন্ন আসরের টিকেটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি।

শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথমে ঢাকা পর্ব দিয়ে আসর শুরুর পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষ ঢাকা পর্ব দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে। 

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত এ দুটি বুথে পাওয়া যাবে ঢাকা পর্বের টিকেট। অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাবে টিকিট বুথ থেকে।

সিলেট পর্বের টিকেট পাওয়া যাবে ১৪ জানুয়ারি থেকে। সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অথবা সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বুথে। 

চট্টগ্রাম পর্বের টিকেট পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে। চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাবে এম আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট বুথে।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, শেড দেয়া দেওয়া গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০০ টাকা। প্রথম রাউন্ড শেষে বাকি ম্যাচগুলোর টিকেটের মূল্য তালিকা প্রকাশ করবে বিসিবি।

Bootstrap Image Preview