Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৯:৪৬ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


অস্ট্রিলিয়ার মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বৃহস্পতিবার শেষটিতে শেষটিতে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

এদিন একাদশে ইশান্তের জায়গায় আবার সুযোগ পেয়েছেন কূলদীপ যাদব।চলতি সিরিজে এই প্রথমবার তারা এক সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনারকে সুযোগ করে দিয়েছে প্রথম একাদশে৷ এছাড়া রোহিতের বদলে ওপেনিংয়ে আরও একটা সুযোগ পেয়ে যান লোকেশ রাহুল৷ 

অস্ট্রেলিয়াও সিডনি টেস্টের প্রথম একাদশে একজোড়া রদবদল করেছে৷বাদ পড়েছেন অ্যারন ফিঞ্চ ও মিলেচ মার্শ৷ ফিঞ্চের জায়গায় দলে ফিরছেন মার্নাস৷ মার্শের বদলে ফিরে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব৷

ইতিহাস গড়ার ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি।দিনের শুরুতেই হ্যাজেলউডের অফস্ট্যাম্পের বাইরের নির্বিষ একটা ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁইয়ে লোকেশ রাহুল সাজঘরে ফেরেন৷ ৬ বলে ৯ রান করে লোকেশ স্লিপে দাঁড়ানো শন মার্শকে ক্যাচ প্র্যাকটিস দেন৷ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সাফল্য বলতে এটুকুই৷

তবে ময়াঙ্ক আগরওয়াল টেস্ট দলে জায়গা পাকা করার দিকে আরও এক পা এগিয়ে গেলেন বলা চলে৷ মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাকি সময়টুকু ময়াঙ্ক-পূজারা জুটি নির্বিঘ্নে কাটিয়ে দেন৷ আপাতত ভারত প্রথম দিনের লাঞ্চে ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছে৷ সাকুল্যে ২৪ ওভার ব্যাট করেছে তারা৷ ময়াঙ্ক ৪২ রানে অপরাজিত রয়েছেন৷ ৭৯ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি মেরেছেন তিনি৷ পূজারা ব্যাট করছেন ব্যক্তিগত ১৬ রানে৷ ৫৯ বলের সতর্ক ইনিংসে ১টি বাউন্ডারি মেরেছেন চেতেশ্বর৷

ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ৷

Bootstrap Image Preview