Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপি শিবিরে নাম লেখালেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি।

মঙ্গলবার বিজেপির একাধিক নেতার সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে। একসময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন মৌসুমী।

২০০৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে কলকাতা উত্তর-পূর্ব কেন্দ্রে পরাজিত হন তিনি। তারপর রাজনীতি থেকে সরে দাঁড়ান এই বর্ষীয়ান অভিনেত্রী।

অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রী হিন্দি, বাংলা দু’ধরনেরই চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের পিকুতে অভিনয় করতে দেখা গেছে তাকে। উত্তম কুমারের সঙ্গেও এক সময় অভিনয় করেছেন মৌসুমী।

ওগো বধূ সুন্দরীতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও কড়ি দিয়ে কিনলামেও অভিনয় করেছেন মৌসুমি।  জিতের সঙ্গে নাটের গুরু সিনেমায় কোয়েল মল্লিকের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। গয়নার বাক্সেও অভিনয় করেছেন। ভারতীয় বাংলা চলচ্চিত্রে তিনি খুবই জনপ্রিয় অভিনেত্রী।

Bootstrap Image Preview