Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানুষের এ রকম ভালোবাসা পাওয়ার পর আর তো কিছু লাগে নাঃ মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


একাদশ নির্বাচন শেষ । নড়াইলের -২ আসনের এমপি হয়ে বিপিএলের টানে মাঠে ফিরছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।গত বারের মত এবারো এমপি সাহেব রংপুরের নেতৃত্ব দিবেন।

আগামী ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে যোগ দিতে গতকাল ঢাকায় পা রেখেছেন মাশরাফি। কিন্তু নির্বাচনের আগে তাকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। অবশেষে সব সমালোচনার জবাব দিয়ে বিপুল ভোটে জয় লাভ করে জবাব দিয়েছেন তিনি। তাই আজ  অনুশীলন শেষে ম্যাশের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনের বিভিন্ন সমালোচনা নিয়ে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এসব যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। কে কীভাবে ভাববে, সেটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আর এটা নতুন নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিল। খেলোয়াড় হিসেবে আমার যা দায়িত্ব, মাঠে নেমে আমি তা-ই করার চেষ্টা করব।'

নির্বাচনে জনগনের ভালোবাসা পেয়ে ধন্য মাশরাফি, এমন তো নয় যে আমি ভোট উপলক্ষে হঠাৎ করে নড়াইলে গেছি। নড়াইলে আমার নিয়মিত যাতায়াত আছে। মানুষের কাছেই ছিলাম। মানুষ অনেক স্বতঃস্ফূর্ত ছিল। এটা দেখেই বেশি ভালো লেগেছে। একশ বছরের এক বৃদ্ধাকে দেখলাম তার ৬০ বছর বয়সী মেয়ের কোলে চড়ে ভোট দিতে এসেছেন। ভোট শেষে অনেকে আমার সঙ্গে দেখাও করেছেন। মানুষের এ রকম ভালোবাসা পাওয়ার পর আর তো কিছু লাগে না!'

Bootstrap Image Preview