নির্বাচনে আগে কক্সবাজার রুহুল আমিন স্টোডিয়াম থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মহাজোট সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাফর আলমের। তখন তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আমি ঐক্যফ্রন্টের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে এই আসনটি আপনাকে উপহার দেব।
বাস্তবেই তাই হলো। প্রায় সোয়া ২ লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করে প্রধানমন্ত্রীকে দেওয়া সেই কথা রাখলেন চকরিয়া-পেকুয়া আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মা-বাবা, আত্নীয়-স্বজন, এলাকার মুরুব্বী ও তার দলীয় নেতাদের কবর জিয়ারত করেন। এ ছাড়া তিনি এলাকাবাসীর সাথে স্বাক্ষাত করেন ও বিভিন্নধনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তিনি আজ বুধবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় স্মারক হিসেবে নৌকা উপহার দেন। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম আগামীকাল শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ঢাকা অবস্থান করছে।