জাতীয় একাদশ নির্বাচনের কারণে যথা সময়ে শুরু হয়নি বিপিএলের ষষ্ঠ আসর। নির্বাচনের উত্তেজনা শেষে চলতি মাসের ৫ তারিখ থেকে মাঠে গড়াবে জমকালো এই টুর্নামেন্ট। রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে আসর। ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
কিন্তু বিপিএল খেলা দেখবেন কোথায়? মাঠে, নাকি টিভির পর্দায়? কিন্তু দেশে কিংবা দেশের বাহিরে বিপিএল ভক্তরা তো আর সবাই মাঠে বসে খেলা দেখতে পারবেন না। তাই তাদের খেলা দেখার এক মাত্র উপায় টিভি। কিন্তু বিপিএল খেলা কোন চ্যানেলে দেখাবে যানেন? সুনে হয়তো খুশি হবে। কারণ এবারের বিপিএল খেলা দেখা দেশি-বিদেশী ১৫টি চ্যানেল। শুধু তাই নয়। এবারের আসরে মাঠে থাকবে আরো উন্নতি প্রযুক্তির ক্যামেরা।
তাহলে চলুন দেখে আসি এবারের বিপিএল কোন কোন চ্যানেলে দেখাবেঃ
বাংলাদেশ
জিটিভি, মাছরাঙ্গা
আফগানিস্তান
লেমার টিভি
ক্যারিবীয়ান দেশসমূহ
ফ্লো টিভি
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা
ক্রিক ইন জিপ
পাকিস্তান
জিও সুপার
দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশ
স্টার টাইম
দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, রাশিয়া
টিকন সিস্টেম লি:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে
স্পোর্টস ফিক্স
যুক্তরাজ্য
ফ্রি স্পোর্টস, স্টার গোল্ড, হট-স্টার
যুক্তরাষ্ট্র ও কানাডা
উইলো, হট-স্টার