সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান এমপি আব্দুল মজিদ মন্ডলের জৈষ্ঠ্য পুত্র আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (সিআইপি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি রাজশাহী বিভাগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।
এ দিকে তারুণ্যের বিজয়ে চৌহালী উপজেলার কাঠালবাগানে নব্য এমপিকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে।
বুধবার (২ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়ার সভাপতিত্বে এক অনারম্বর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আঃ রশিদ বাবুল, আলহাজ্ব আঃ মজিদ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন, কামরুল হায়দার মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলীসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি বলেন, আমি দলের সকল কর্মসূচিতে ছিলাম, আছি এবং থাকব ইনশা-আল্লাহ। আমার ২৬টি শিল্প-প্রতিষ্ঠান জৈষ্ঠ্য পুত্র আব্দুল মমিন মন্ডল পরিচালনা করে। আমি তাকে বলব এই রাজনীতিও একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে শিল্প প্রতিষ্ঠানের মতই সকলের সাথে মিলেমিশে পরিচালনা করতে হবে এবং এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে।
আব্দুল মমিন মন্ডল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্যে সকল নেতৃবৃন্দ ও এলাকার জনগণকে ধন্যবাদ জানান।