জাতীয় নির্বাচনের উত্তেজনা শেষ। এবার বিপিএলের উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।আজকের দিন বাদ দিলে আর মাত্র দু’দিন আছে জমকালো এই টুর্নামেন্টের। ইতোমধ্যে অংশগ্রহনকারী দল গুলো তাদের ঘর গুছিয়ে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে।তবে সব থেকে বেশি তারকা খেলোয়াড়ে ঠাসা গত বারের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্স।
এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং লাইনআপ রংপুরের। ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা , শেলডন কটরেল,শন উইলিয়ামস এবং রাইলি রুশোদের মত বিদেশী বিদেশী তারকা খেলোয়াড়ে ঠাসা।
শুধু বিদেশী নয়, দেশী খেলোয়াড়েও এই দলে রয়েছে চমক। মোহাম্মদ মিঠুন, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ফরহাদ হাসান, এবং মেহেদী মারুফ।
রংপুর রাইডার্স
দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম (ক্যাটাগরি এ), সোহাগ গাজি (ক্যাটাগরি সি), ফরহাদ রেজা (ক্যাটাগরি বি), মেহেদি মারুফ (ক্যাটাগরি সি), নাহিদুল ইসলাম (ক্যাটাগরি ডি), নাদিফ চৌধুরী (ক্যাটাগরি সি), আবুল হাসান রাজু (ক্যাটাগরি বি), ফারদিন হোসেন অনিক (ক্যাটাগরি ই)।
বিদেশ: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, আলেক্স হেলস (ইংল্যান্ড), রবি বোপারা (ইংল্যান্ড, ক্যাটাগরি বি), রিলি রুশ (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি বি), বেনি হাওয়েল (ইংল্যান্ড, ক্যাটাগরি ডি), ওশানে থমাস (উইন্ডিজ)।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির রংপুর রাইডার্স।