নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ককটেল কুড়িয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।
বুধবার ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশুরা হলো- পাগলা পশ্চিম রসুলপুর এলাকার টিটু মিয়ার ছেলে সাকিব (৬), আরিফ (৩) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে আখি (১০)।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, দুর্বৃত্তরা পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল ফেলে যায়। আর সেই ককটেলগুলোর মধ্যে একটি ককটেল বল মনে করে কুড়িয়ে নেয় এক শিশু। পরে ক্রিকেট খেলতে গিয়ে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা তিন শিশু গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।