ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের ২০১৮ সালের পছন্দের বিশ্ব একাদশের টেস্ট দলে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে এই একাদশটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরও ৮ দেশের ক্রিকেটাররা লক্ষণের একাদশের সুযোগ পেয়েছেন।
উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমকে বেছে নেওয়ার বিষয়ে লক্ষণ বলেন, গেল বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরিসহ কয়েকটি অসাধারণ ইনিংস উপহার দেন মুশফিক। পাশাপাশি উইকেটের পেছনেও ছিলেন অদম্য।
লক্ষণের পছন্দের একাদশে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি ছাড়া আর কোনো ব্যাটসম্যানের জায়গা হয়নি। তবে পেস বোলার হিসেবে জাসপ্রিত বুমরাকে দলে রেখেছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড ও পাকিস্তানের দুইজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন লক্ষণের দলে।
লক্ষণের চোখে ২০১৮ সালের সেরা টেস্ট একাদশ
দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), টম ল্যাথাম (নিউজিল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), মুশফিকুর রহিম (বাংলাদেশ), স্যাম কারান (ইংল্যান্ড), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), ইয়সির শাহ (পাকিস্তান), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জসপ্রিত বুমরাহ (ভারত)।