Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের শপথ না নিলে সেই আসন শূন্য হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছে।

ইসি সচিব আরও বলেন, তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। আর সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের কেউ শপথ না নিলে সেই আসন শূন্য হবে। 

Bootstrap Image Preview