একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নির্বাচন পরবর্তী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকলের সহায়তায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, যে কেউ কোন অবৈধ সুযোগ নিলে তা কঠোর ভাবে দমন করা হবে। কোন প্রকার জনগণের ক্ষতি সাধন করা যাবেনা। নির্বাচন পরবর্তী তিনি শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের নিকট আহব্বান জানান।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, নীলডুমুর ১৭ বিজিবির উপ- অধিনায়ক শাহ মোহাম্মদ আজাদ আলী, স্থানীয় সরকার উপ-পরিচালক, সাতক্ষীরা শাহ আব্দুল সাদী, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।
সমাবেশে ইউপি চেয়ারম্যানবৃন্দ, অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, র্যাব, পুলিশ, বিজিবি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।