Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে থাকবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে আজ। দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এ বিষয় সিদ্ধান্ত নিতে আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ জানুয়ারি) বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

নির্বাচনের ফলাফলে বিষয় জাপার মহাসচিব বলেন, জাতীয় পার্টির আরো বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। আগামীদিনে জাতীয় পার্টিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব। এখন আমাদের প্রধান কাজ হবে দলকে আরও সংগঠিত করা।

মহাসচিব আরো বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বুধবার যৌথসভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে এ সভায় সেই সিদ্ধান্ত নেয়া হবে। মহাজোটের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে।

এই আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview