পার্থ-এর পর মেলবোর্নে এসেও বদলালো না ছবিটা। অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পার্থ-এর পিচকে 'অ্যাভারেজ' রেটিং দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এমসিজির তৃতীয় টেস্টের পিচের কপালেও একই রেটিং জুটল। মঙ্গলবার অর্থাৎ বছরের প্রথমদিনই, আইসিসির রেটিং এসে পৌঁছায় মেলবোর্ন ক্রিকেট কর্তাদের হাতে।
গত বছর অ্যাশেজ টেস্টের পর মেলবোর্ন মাঠের পিচকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। তবে এই বার 'অ্যাভারেজ' রেটিং পাওয়ায় কোনও ডিমেরিট পয়েন্ট পেতে হল না মেলবোর্নকে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও টেস্ট কেন্দ্র ৫ বছরের মধ্যে যদি ৫টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে সেই কেন্দ্র আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ হারাবে। বক্সিং ডে টেস্টে অন্তত সেই ফাঁড়াটা কাটল।
মেলবোর্নে দুদিন ধরে ব্যাট করে ভারত মাত্র ৪৪৩ রান তোলার পরই এমসিজির পিচ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। পরের তিনদিনে অবশ্য স্বাভাবিকভাবেই উইকেট পড়েছে। তাই এই পিচকে আইসিসি কী রেটিং দেয়, তা নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট বিশ্বে। বিশেষ করে পার্থ-এর নতুন স্টেডিয়ামের পিচকে আইসিসি 'অ্যাভারেজ' বলায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। এমসিজির প্রত্যেকটি পিচই ১৫ বছরের বেশি পুরনো। তাই অ্যাভারেজ রেটিং পেয়েই নিশ্চিন্ত হয়ে বসে থাকছেন না মেলবোর্নের ক্রিকেট কর্তারা। আগামী কয়েক মরসুমের মধ্যে কিউরেটর ম্যাট পেজ নতুন করে এমসিজির পিচ তৈরি করবেন।
এমসিজি-র বাইশ গজে অজিদের ১৩৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে কোহলি অ্যান্ড কোং৷ এর আগে পার্থের নতুন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচও বিতর্কের উর্ধ্বে ছিল না৷ অমসৃণ বাউন্সি পিচে ব্যাট করা মোটেই সহজ ছিল না৷