Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের উত্তর প্রদেশে ট্রাক দুর্ঘটনায় নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তর প্রদেশের মানুষের নতুন বছর শুরু হল দুর্ঘটনা দিয়ে। মঙ্গলবার প্রদেশের চানডাউলি জেলায় ট্রাক দুর্ঘটনায় আটজন নিহত ও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। জেলা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবেন্দ্র নাথ বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, বিহারের পাশ্ববর্তী চানডাউলি জেলার লীলা গ্রামের দলিত কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় একটি ট্রাক চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে অনেক নিচে পড়ে যায়।

পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সেখানে পুলিশের অনেক সদস্য উপস্থিত হয়। এরপর সেখানে উদ্ধার তৎপরতা চালান তারা। তাছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Bootstrap Image Preview