আন্তর্জাতিক ক্রিকেটে নারী দলের হাত আইসিসি স্বীকৃত কোনো ট্রফিতে নাম ওঠে বাংলাদেশ দলের। এবার আরো একটি সাফল্য পেলো নারী দল। নারী দলের সদস্য রুমানা আহমেদ এবার জায়গা করে নিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।
সোমবার (৩১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৮ সালের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে বাংলাদেশের কেউ সুযোগ না পেলেও টি-টোয়েন্টি দলে প্রতিনিধিত্ব করছেন রুমানা আহমেদ।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতের হারমানপ্রীত কাউরকে। উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলিকে।
একাদশে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মোট ৪ জন আছেন অস্ট্রেলিয়ার। এছাড়া ভারতের আছেন ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, ইংল্যান্ডের ১ জন এবং বাংলাদেশের ১ জন।
আইসিসি নারী টি-টোয়েন্টি একাদশ:
স্মৃতি মান্ধানা (ভারত), অ্যালিসা হিলি(উইকেটরক্ষক ব্যাটসম্যান, অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কাউর (অধিনায়ক, ভারত), নাটালি স্কিভার (ইংল্যান্ড), অ্যালিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলিহ গারডনার (অস্ট্রেলিয়া), লিহ ক্যাসপারেক (নিউজিল্যান্ড), মেগান স্কট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ) ও পুনম যাদব (ভারত)।