একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো ৩০ ডিসেম্বর। নির্বাচনে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে অভিযান থেকে সরে আসতে হয়েছে। তবে নতুন বছর থেকে আমরা আবারও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু ও পূর্ণোদ্যম নিয়ে দেশে মাদক ও জঙ্গি নির্মূলে কাজ করবে বলেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
এজন্য নতুন বছরের জানুয়ারির শেষ সপ্তাহে কক্সবাজারে গঠন করা হবে র্যাবের একটি স্থায়ী ব্যাটালিয়ন। এতে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
সোমবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টিফার্স্টের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে থার্টিফাস্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার করে র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নতুন বছরেও এর ধারাবাহিকতা বজায় রাখবো। নতুন বছরে মাদক নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য থাকবে।
এ সময় তিনি ইংরেজি নবর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সারা দেশে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। নাগরিকরা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সারা দেশে বড় ক্লাব থেকে শুরু করে কোনও জায়গায়তেই অনুষ্ঠান হচ্ছে না। এজন্য নাগরিকদের আমরা ধন্যবাদ জানাই।
রাজধানীতে থার্টিফাস্ট নাইট উপলক্ষে গাড়িতে তল্লাশি করে র্যাব নতুন বছর অনেক প্রোডাক্টিভ হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন র্যাব ডিজি।