Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেজি মাত্র ৪টাকা, দাম শুনেই মৃত্যু কৃষকের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


ভারতের মধ্যপ্রদেশে রেকর্ড ফলন হয়েছে পেঁয়াজের। যার ফলে অবিশ্বাস্যভাবে কমে গেছে পেয়াজের দাম। বাজারে গিয়ে এক কৃষক যখন পেয়াজের দাম কেজি প্রতি পৌনে ৪ টাকা জানতে পারে সাথে সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। 

মধ্যপ্রদেশের বেহরুলাল মালব্যও নামের এক কৃষক ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করতে স্থানীয় মন্দসৌর মান্ডি বাজারে যান। বিক্রির পর জানতে পারেন প্রতি কেজি পেঁয়াজের দাম ধরা হয়েছে মাত্র ৩ টাকা ৭২ পয়সা। অর্থাৎ এক কুইন্টালের (১০০ কেজি) দাম ৩৭২ টাকা। সেই হিসেবে ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করে দাম পান মাত্র ১০ হাজার ৪৪০ টাকা।

এমন সস্তা দামে বিক্রি করার বিষয়টি আর সামলাতে পারেননি ওই কৃষক। বাজারের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

পাওনা টাকার পরিমাণ শুনেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়  বেহরুলালের। বাজারের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ভারতের মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ এবং আদার চাষ হয় মালওয়া এলাকায়। ব্যাপক ফলনের জেরে এ বছর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০০ টাকা কুইন্টাল। আর আদার দাম ১০০ থেকে ২০০ টাকা কুইন্টাল।

Bootstrap Image Preview