Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ৬১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিপাইনের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে ১৮ জন নিখোঁজ রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে পূর্বাঞ্চলীয় বিকোল এলাকাতেই ৫০ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় ভিসায়াস এলাকার কাছে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই এলাকায় বেশ কিছু দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে ২২ হাজারের বেশি মানুষকে বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্যোগে নিখোঁজ হওয়া লোকজনকে খুঁজে পেতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বাস ও বিমান সেবা বাতিল করায় বহু যাত্রীকে উপকূলীয় বন্দরনগরী, বিমানবন্দর এবং বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। খারাপ আবহাওয়া রাজধানী ম্যানিলাসহ দেশের আরও বেশ কিছু অংশে প্রভাব ফেলেছে।

Bootstrap Image Preview