Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৭ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের গুজরাট প্রদেশের কুচ জেলার বাচাওয়ের কাছে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। রোববার জাতীয় সড়কে এসইউভি গাড়ির সঙ্গে দুই ট্রাকের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, একটি পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। সড়কে দুটি ট্রাকের মাঝে সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় বাচাও হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। লবন বহনকারী একটি ট্রেলার জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। এরপরেই এসইউভি গাড়িটিকে ধাক্কা মারে।

সে সময় পেছন থেকে আরেকটি ট্রেলার এসইউভি গাড়িটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় এসইউভি গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সহায়তা প্রদানে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। নিজেদের পৈত্রিক নিবাস ভূজে যাচ্ছিল ওই পরিবারটি।

Bootstrap Image Preview