Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে পাক বাহিনীর হামলা চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লাইন অব কন্ট্রোলের নওগ্রাম সেক্টরে প্রবেশের চেষ্টা চালিয়েছে পাক সেনাবাহিনী। রোববার তারা হামলা চালানোর উদ্দেশেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পাড়ি দেয়ার চেষ্টা করেছিল। ভারতের গণমাধ্যমে দাবী করা হয়েছে যে, পাক সেনাদের এমন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানি বর্ডার অ্যাকশনের (বিএটি) একটি টিম নিয়ন্ত্রণ রেখা পাড়ি দেয়ার চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, পাক সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।

মর্টার এবং রকেট হামলা চালিয়ে তারা সীমান্তে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনারা তাদের শক্ত হাতে দমন করেছে।

রোববার রাতে কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সোমবার সকালে সেনাবহিনী একটি তল্লাশি অভিযান চালায়। সে সময় তারা দু'জনের মরদেহ উদ্ধার করে। ওই দু'জন পাকিস্তানি সেনা। তারা দু'পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন।

ওই দলে থাকা বাকিরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এক সেনা মুখপাত্র জানিয়েছেন, এখনও তল্লাশি অভিযান চলছে।

Bootstrap Image Preview