 
 
												    আজ শেষ হতে যাচ্ছে ২০১৮ সাল। কাল থেকে শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০১৯। পুরাতন হতে যাওয়া বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ দল। এই সময়ে বাংলাদেশ টেস্ট ফরম্যাটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
এছাড়া গেল বছরের বাংলাদেশের জয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্যারিবিয়ানদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জয়। তবে বাংলাদেশে বছরটা আরো ভালো হতো যদি আরবে আমিরাতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল জিতে শিরেপার দখল নিতে পারলে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সারির ১২টি দলের জয় পরাজয়ের পরিসংখ্যান।
| দল | 
 | ম্যাচ | জয় | হার | টাই | ড্র/পরি. | 
| ইংল্যান্ড | টেস্ট | ১৩ | ৮ | ৪ | ০ | ১ | 
| ওয়ানডে | ২৪ | ১৭ | ৬ | ০ | ১ | |
| টি-টোয়েন্টি | ৯ | ৪ | ৫ | ০ | ০ | |
| ভারত | টেস্ট | ১৪ | ৭ | ৭ | ০ | ০ | 
| ওয়ানডে | ২০ | ১৪ | ৪ | ২ | ০ | |
| টি-টোয়েন্টি | ১৯ | ১৪ | ৪ | ০ | ১ | |
| দ. আফ্রিকা | টেস্ট | ১০ | ৬ | ৪ | ০ | ০ | 
| ওয়ানডে | ১৭ | ৯ | ৮ | ০ | ০ | |
| টি-টোয়েন্টি | ৭ | ৪ | ৩ | ০ | ০ | |
| পাকিস্তান | টেস্ট | ৯ | ৪ | ৪ | ০ | ১ | 
| ওয়ানডে | ১৮ | ৮ | ৯ | ০ | ১ | |
| টি-টোয়েন্টি | ১৯ | ১৭ | ২ | ০ | ০ | |
| শ্রীলঙ্কা | টেস্ট | ১২ | ৪ | ৫ | ০ | ৩ | 
| ওয়ানডে | ১৭ | ৬ | ১০ | ০ | ১ | |
| টি-টোয়েন্টি | ৮ | ৪ | ৪ | ০ | ০ | |
| অস্ট্রেলিয়া | টেস্ট | ১০ | ৩ | ৬ | ০ | ১ | 
| ওয়ানডে | ১৩ | ২ | ১১ | ০ | ০ | |
| টি-টোয়েন্টি | ১৯ | ১০ | ৮ | ০ | ১ | |
| বাংলাদেশ | টেস্ট | ৮ | ৩ | ৪ | ০ | ১ | 
| ওয়ানডে | ২০ | ১৩ | ৭ | ০ | ০ | |
| টি-টোয়েন্টি | ১৬ | ৫ | ১১ | ০ | ০ | |
| নিউজিল্যান্ড | টেস্ট | ৭ | ৪ | ১ | ০ | ২ | 
| ওয়ানডে | ১৩ | ৮ | ৪ | ০ | ১ | |
| টি-টোয়েন্টি | ১৩ | ৩ | ৯ | ০ | ১ | |
| ওয়েস্ট ইন্ডিজ | টেস্ট | ৯ | ৩ | ৫ | ০ | ১ | 
| ওয়ানডে | ১৮ | ৮ | ৯ | ১ | ০ | |
| টি-টোয়েন্টি | ১৫ | ৪ | ১০ | ০ | ১ | |
| জিম্বাবুয়ে | টেস্ট | ২ | ১ | ১ | ০ | ০ | 
| ওয়ানডে | ২৬ | ৫ | ২০ | ১ | ০ | |
| টি-টোয়েন্টি | ৮ | ০ | ৮ | ০ | ০ | |
| আফগানিস্তান | টেস্ট | ১ | ০ | ১ | ০ | ০ | 
| ওয়ানডে | ২০ | ১২ | ৭ | ১ | ০ | |
| টি-টোয়েন্টি | ৭ | ৭ | ০ | ০ | ০ | |
| আয়ারল্যান্ড | টেস্ট | ১ | ০ | ১ | ০ | ০ | 
| ওয়ানডে | ১৩ | ৮ | ৫ | ০ | ০ | |
| টি-টোয়েন্টি | ৮ | ১ | ৬ | ১ | ০ |