একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে শুরুতেই এগিয়ে গেছেন মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
আসনের মোট ১২৬ কেন্দ্রের মধ্যে ২২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৮৭২ ভোট।
রবিবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ফেনী-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭৫৫ জন।