Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভিএমে ভোট প্রদান ভালো হয়েছে: নেপালী পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক, হোটেল সোনারগাঁও থেকে
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview


নেপালের ইলেকশন পর্যবেক্ষক দলেরপ্রধান ডিপেন্দ্র নাথ বলেছেন, বাংলাদেশে এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রদান করা হয়েছে। এটি বিশ্বের চতুর্থ দেশ। ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসন আমি পর্যবেক্ষণ করেছি। ইভিএমে ভোট প্রদানে কোন ধরনের সমস্যা হয়নি।

রবিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে তথ্য মন্ত্রণালয়ের নির্বাচন উপলক্ষে বিশেষ মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তারা এ কথা বলেন।

ডিপেন্দ্র নাথ বলেন, বাংলাদেশ আইসিটি খাতে প্রভূত উন্নতি সাধন করেছে।নিজস্ব চিন্তা-চেতনায় তারা ইভিএমে ভোট দিয়েছে। কেউ কোন ধরনের অভিযোগ করেনি। টেকনোলজি ব্যবহারে বাংলাদেশ সফলতার ‌দিকে এগিয়ে যাচ্ছে।

নেপালী পর্ববেক্ষক বলেন, নির্বাচন পরিচ্ছন্ন ও ভালো হয়েছে। এটি এপ্রোপিয়েট নির্বাচন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে অর্থনৈতিক চিন্তাটি থাকে না। সেখানে থাকে রাজনৈতিক চিন্তা। আমরা দেখেছি বাংলাদেশ অর্থনৈতিক দিকে অগ্রগতি সাধনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

Bootstrap Image Preview