Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যেসকল কারণে ভোট বর্জন করলেন পার্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।

এ দিকে ঢাকা-১৭ আসনে ভোট বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বারিধারায় নিজ বাসায় দুপুর পৌনে ২টায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সাংবাদিকদের কাছে আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এছাড়াও তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনের কালাচাঁদপুর হাইস্কুল ভোটকেন্দ্রে আ'লীগের বাবুল কমিশনারের নেতৃত্বে বিএনপির এজেন্টদের ওপর হামলা, মারধর করা হয়েছে। এ সময় তারা এজেন্টদের কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। হামলায় আহত অনেক এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পার্থ।

ভোট বর্জনের কারণ উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত থেকে খবর পাচ্ছিলাম ভোট কারচুপি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টার সময় আমাদের পোলিং এজেন্টও হিসেবে যেসব নারীরা কাজ করছিলেন তাদের শারীরিক নির্যাতন করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ১৭ আসনের কোথাও আমাদের পোলিং এজেন্ড নেই।

মাটিকাটা ও ভাষানটেকের কথা উল্লেখ করে তিনি বলেন, মাটিকাটা ও ভাষানটেক কেন্দ্রে কাউকে ঢুকতে দেয়া হয়নি।এছাড়া পোলিং এজেন্ডের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা কী ধরনের নির্যাতন। প্রচারণার প্রথম দিন থেকে নির্বাচন করতে দেবে না। বসতে দেবে না। ক্যাম্পেইন করতে দেবে না। মামলা করে কমপক্ষে ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। ভোটের দিনও একই অবস্থা।

তিনি বলেন, এসব থেকে প্রমাণ হয় যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, হতে পারে না। কারণ নির্বাচন ব্যবস্থা বা ক্ষমতা হস্তান্তর ব্যবস্থাটা শান্তিপূর্ণ হবে এ ধরনের চেতনা যদি সরকার ধারণ না করে তবে কোনোভাবেই সম্ভব না।যার ফলাফল এটা দেখতে হচ্ছে। তাই আমি ভোট বর্জন করলাম।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনের আন্দালিব রহমান পার্থর প্রতিদ্বন্দ্বী করছেন আওয়ামী লীগ থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এ ছাড়াও এই আসনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

Bootstrap Image Preview