Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন নিয়ে আমরা খুশি: ভারতীয় পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক, হোটেল সোনারগাঁও থেকে
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:০৪ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ AM

bdmorning Image Preview


বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিম বঙ্গের পর্যবেক্ষক দল।

রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানী ঢাকার প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে তথ্য মন্ত্রণালয়ের নির্বাচন উপলক্ষে মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তারা এ কথা বলেন।

আরিজ আফতাব নামের এই ভারতীয় পর্যবেক্ষক বলেন, নির্বাচনে ভোট প্রদান দেখতে বিভিন্ন কেন্দ্র গিয়েছিলাম। এবার নির্বাচন ভালো হয়েছে। আমরা খুশি।

এর আগে ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর পর্যবেক্ষক দল জানিয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমরা নির্বাচন নিয়ে প্রশান্তি বোধ করছি।

রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানী ঢাকার প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে তথ্য মন্ত্রণালয়ের নির্বাচন উপলক্ষে বিশেষ মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তারা এ কথা বলেন।

ওআইসির নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান মুহসিন খান বলেন, আমরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচনে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে দেখেছি। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে।

তিনি ইভিএম সম্পর্কে বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ বাংলাদেশে প্রথম ভোট দেয়া হয়েছে। বিষয়টি ভালো হয়েছে। লোকজন এটি ব্যবহারেও আনন্দিত।

নির্বাচনী সহিংসতায় ১৪ জন নিহতের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ কোটি ভোটারের মধ্যে ১৪ জনের মৃত্যু বড় কোন বিষয় না। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা নির্বাচন নিয়ে খুশি।

Bootstrap Image Preview