Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


শেরপুর-২ আসনের নকলা উপজেলায় বানেশ্বর্দীর শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন নৌকার প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ সকাল ৯টায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন মতিয়া চৌধুরী।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল না মানার কোনো কারণ নেই। যারা ফলাফল মানবে না, তারা গণতন্ত্রকে অস্বীকার করে।

শেরপুর-১ (সদর) আসনে তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক সকাল সোয়া আটটায় ভোট প্রদান করেন।

এদিকে সকাল থেকেই শেরপুরের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে থাকে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Bootstrap Image Preview