Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কামিন্সের ব্যাটে লড়াইয়ে টিকে থাকল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


ভারতের জয়ে কাঁটা হয়ে দাঁড়ালেন কামিন্স৷ বল হাতে ভারতীয় ইনিংসে ধস নামানোর পর ব্যাট হাতে ভারতের জয় বিলম্বিত করলেন অজি পেসার৷ বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষ হল বিরাটদের জয় থেকে দু’ কদম দূরে৷ অর্খাৎ এমসিজি-তে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ফলাফল হবে রবিবার৷ ৩৯৯ রান তাড়া করতে নেমে চুতর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট ২৫৮৷

ব্যাট হাতে প্যাট কামিন্স অপ্রত্যাশিত লড়াই শনিবার ভারতের জয় পেতে বাঁধা হয়ে দাড়িয়েছেন। ৬১ রানে অপরাজিত থেকে দিনের শেষে ড্রেসিংরুমে ফেরা অজি পেসার মুখে স্বভাবতই চওড়া হাসি৷ টেস্ট কেরিয়ারে প্রথমবার ব্যাট হাতে ৫০ রানের গণ্ডি টপকালেন কামিন্স৷

এর আগে ৫৪ রান ৫ উইকেট হারিয়ে দিনে শুরু করেছিল ভারত। এদিন পান্থের অপরাজিত ৩৩ রানে ভর করে ৮ উইকেটে ১০৬ রান দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে প্রথম ইনিংস থেকে ২৯২ রানের লিডে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রান। বল হাতে অসিদের হয়ে একাই ৬ উইকেট নেন কামিন্স। এছাড়া ২টি উইকেট নেন হ্যাজেলউড। 

চতুর্থ দিনে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৬ রান তাকে ফেরান বুমরা। দলীয় ৩৩ রানে হ্যারিসকে ব্যাক্তিগত ১৩ রান প্যাভিলনের পথ দেখান জাদেজা।

সেই ধাক্কা সামলে উঠতে গিয়ে দলীয় ৬৩ রান সেট ব্যাটসম্যান উসমান খোয়াজাকে ৩৩ রানে আউট করেন শামি। দলীয় ১১৪ রানে অপর সেট ব্যাটসম্যান শর্ন মার্শকে ৪৪ রান বিদায় দেন বুমরা। 

মিশেল মার্শ যখন জাদেজার বলে ব্যাক্তিগত ১০ রানে প্যাভিলনে ফিরে যান তখন অসিজের স্কোর ১৩৫ রান ৫ উইকেট। এরপর ৪১ রানের ব্যবধানে অসি অজি অধিনায়ক টিম পেইনকে (২৬) ও ট্রফিস হেড (৩৪) ফিরে যান। 

তবে অষ্টম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে কামিন্স ও স্টার্ক জুটি। তারা দুজনে দলীয় স্কোরকে দুইশো পার করান। দলীয় ২১৫ রানে ১৮ রান করা  স্টার্কের উইকেট তুলে নেন শামি।

তবে অপর প্রান্তে থাকা কামিন্স ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূরণ করে অস্ট্রেলিয়াকে পঞ্চম দিনের খেলার নিয়ে গেলেন। তাকে সঙ্গ দিয়েছেন নাথান লায়ন। যেখানে কামিন্স ৬১ ও লায়ন ৬ রান নিয়ে রবিবার পঞ্চম দিনের খেলা শুরু করবেন। 

ভারত দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১০৬ রান তুলেছিল। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করেছিল ১৫১ রান। ভারত তুলেছিল সাত উইকেটে ৪৪৩ রান। 

Bootstrap Image Preview