রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামানো হয়েছে আরও ১১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।
এর আগে গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
শনিবার (২৯ ডিসেম্বর) আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ১১১ প্লাটুন নামানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্তমানে মোতায়েন রয়েছে, মোট ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি।