Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর সড়কে আজ ঈদের আমেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


আজকের রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরমধ্যে রাজধানীর সড়কগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে। ঠিক যেন ঈদের আমেজ। যানজটের রাজধানী একমাত্র দু'টি ঈদের সময়ই কোলাহলহীনতার ভিন্ন আমেজে ধরা দেয়। নগরবাসী সেই আমেজ পাচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটের আগেরদিন শনিবার। 

শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্টন, মতিঝিল, জিরো পয়েন্ট, যাত্রাবাড়ী, ডেমরা, টিকাটুলী, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্রই দেখা গেছে। যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বাস চলাচল করছে খুবই কম, হাতে গোনা কয়েকটি। তাও যাত্রী পাচ্ছে না বাসগুলো। সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাও তেমন চোখে পড়ছে না রাজপথে।

ভোট দিতে রাজধানীর বেশিরভাগ লোক গ্রামে চলে যাওয়ায় মূলত রাজধানী ফাঁকা হয়ে পড়ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশকে অলস সময় কাটাতে দেখা গেছে। অনেকটা স্বয়ংক্রিভাবে যানবাহন চালাচল করছে।

রাজধানীর শ্যামলী যাওয়ার জন্য যাত্রাবাড়ীতে গাবতলী পরিবহনে (২২/বি) দশ মিনিটের মতো বসে থেকে রাগ করে একযাত্রী নেমে যান। তিনি বলেন, যাত্রী নাই, তাও বসে আছে গাড়ি। কতক্ষণ বসে থাকা যায়? নেমে গেলাম। অন্য গাড়িতে যে যাব, তাও তো দেখছি না। 

গাবতলী পরিবহনের এক চালক বলেন, আইজ (আজ) আমগো গাড়ি কম, যাত্রী আরও কম। অনেকক্ষণ বইয়া (বসে) থাকলেও গাড়ি অর্ধেকও ভরে না। যাত্রী ছাড়া টানলেও তো মামা আমগো পোষাইব না।

এ বিষয়ে সকাল সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে কোনো ট্রাফিক পুলিশকে পাওয়া যায় নি। পরে দেখা যায় পোস্তগোলা যাওয়ার সড়কের মুখে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল ও সার্জেন্টরা গল্প করছিলেন।

তারা জানান, লোকাল বাস ৫ শতাংশের বেশি চলছে না। আর কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। তাই রাস্তা একেবারেই ফাঁকা।

বেলা ১১টার দিকে মতিঝিল ও শাপলা চত্বর ছিল প্রায় যানবাহন শূন্য। এখানে ট্রাফিক পুলিশ সড়কের পাশে বসে আছেন। কর্মব্যস্ত পল্টন, দৈনিক বাংলা মোর ও জিরো পয়েন্টেরও একই অবস্থা। কিছুক্ষণ পর পর দ্রুত গতিতে চলে যাচ্ছে বাস। 

পুরানা পল্টন পুলিশ বক্সে বসে ট্রাফিক ইন্সপেক্টর ও আর্জেন্টরা বসে আড্ডা দিচ্ছেন। একজন সার্জেন্ট বলেন, যানবাহন চালাচল করছে ঈদের চেয়েও কম। কারণ, ঈদের সময় তো কিছু মানুষ তাও ঢাকায় ঈদ করে কিন্তু এখন তো মনে হয় লোকজন সব ভোট দিতে গ্রামে চলে গেছেন। 

মতিঝিল থেকে মিরপুর চিড়িয়াখানা রুটে চলাচলকারী নিউ ভিশন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১৭৮৮৫) চালক সোহেল মিয়ার সাথে মতিঝিল শাপলা চত্বর এলাকায় কথা বললে তিনি বলেন, নিউ ভিশন পরিবহনের ৪০ থেকে ৫০টি গাড়ি প্রতিদিন চলাচল করে কিন্তু আজকে এর এক ভাগও চলছে না। যাও চলছে যাত্রী পাওয়া যাচ্ছে না।

অন্য সময় মতিঝিল থেকে চিড়িয়াখানা যেতে ৩ ঘণ্টা লাগলেও এখন মাত্র ৩০ মিনিটেই মিরপুর যাওয়া যায় বলে জানান চালক সোহেল।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনের রাস্তায় রিকশা নিয়ে বসেছিলেন মো. বাবু। তিনি বলেন, আধা ঘণ্টা ধরে বইসা রইছি, কোনো খ্যাপ নাই। আইজ তো ঈদের দিনের চাইতেও অবস্থা খারাপ। সকাল ৭টায় মানিকনগরের গ্যারেজ থাইক্যা রিকশা লাইয়া বের হইছি। ৫০ টাকাও কামাইতে পারি নাই। মালিকের ১১০ টাকা জমা তো খাড়া রইছে।

গুলিস্তান মতিঝিলসহ বিভিন্ন স্থানে ফুটপাতে হকারদেরও দেখা যায়নি। গুলিস্তারের ফুটপাতে হকারদের দেখা গেছে ক্রিকেট খেলতে।

রবিবার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শনিবার দিনগত রাত ১২টা থেকে রবিবার দিনগত রাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি/ অটো রিকশা/ ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, স্থানীয় পর্যায়ে যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

এছাড়া শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। 

Bootstrap Image Preview